প্রতিদিন দিনদুপুরে বিশালগড়ের উপর দিয়ে গাড়ির গাড়ি অবৈধ শব্দবাজি বাংলাদেশে পাচার হলেও পুলিশ ছিল কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন।সম্প্রতি পুলিশের উপর মহল থেকে এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য থানার পুলিশের উপর চাপ আসায় রবিবার টি এস আর প্রথম ব্যাটেলিয়ানের সামনে থেকে অবৈধ শব্দ বাজি বোঝাই TR07B1649 নম্বরের একটি বোলেরু পিক আপ গাড়ি আটক করে থানায় নিয়ে আসেন।জানা গেছে গাড়িটি আগরতলা দিক থেকে বক্সনগরের দিকে যাচ্ছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে।তখন গোপন খবরের ভিওিতে বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা,ইন্সপেক্টর সুমন উল্লা কাজী ও বিশ্বজিৎ দাসের নেতৃত্বে গাড়িটি আটক করতে সক্ষম হয় পুলিশ।বিশালগড় থানার ওসি জানান শব্দবাজির আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা হবে।