নির্বাচনের দায়িত্বে থাকা এক আধিকারিকদের হাতে আটক ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল।ঘটনা চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিশ্রামগঞ্জ তক্সাপাড়া এলাকায়।জানা গেছে নির্বাচনের দায়িত্বে থাকা এক আধিকারিকদের হাতে শুক্রবার গভীর রাতে আটক হয় ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল।জানা গেছে আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে TR01D3812 একটি বোলেরো গাড়ী বিশ্রামগঞ্জ তক্সাপাড়া এলাকায় পৌঁছলে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা গাড়িতে তল্লাশি চালায়।গাড়িতে তল্লাশি চলাকালে ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল লক্ষ্য করে যা সম্পূর্ণ কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনামুড়ার দিকে নিয়ে যাচ্ছিল।জানা গেছে এই অবৈধভাবে পাচারেট উদ্দেশ্য নিয়ে যাওয়া বিপুল পরিমাণ মোবাইল সেটগুলির মালিক হচ্ছে জামাল মিয়া।আটককৃত সমস্ত মোবাইল সহ গাড়িটিকে সীজ করে নিয়ে আসা হয়েছে বিশালগড় মহকুমা শাসক অফিসে।সাত লক্ষ টাকার উপর কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনামুড়া নিয়ে যাওয়া হচ্ছিল মোবাইল গুলো।কিন্তু আশ্চর্যের বিষয় হল আগরতলা থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত সাতটি নাকা পয়েন্ট রয়েছে সেগুলি কিভাবে পাড় করে এসেছে এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে প্রশাসনে দায়িত্বে থাকা কর্মীদের উপর।