বন্ধুর মায়ের সাথে প্রেমে পড়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে গিয়ে প্রেমিকা কর্তৃক ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিল কলেজ পড়ুয়া এক তরতাজা যুবক।ঘটনা শনিবার দুপুরে চড়িলামের চ্যাটার্জি কলোনি এলাকায়।উল্লেখ্য নিজ বন্ধুর মায়ের সাথে অবৈধ সম্পর্কের পরিণতি কি হতে পারে সেই ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল যুবক।কিন্ত প্রেমিকা তথা বন্ধুর মা কোন মতেই প্রেমিককে হারাতে রাজি নয়।পরে পুরনো কিছু ছবি দেখিয়ে প্রেমিককে ভয় দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেইলিং।তাই কোন পথ খুজে না পেয়ে ফেসবুকে সম্পূর্ণ ঘটনা পোস্ট করে একটি রাবার বাগানে আত্মঘাতী হয় প্রেমিক যুবক প্রসেনজিৎ শীল।