৪৩ কেজি শুঁকনো গাঁজা সহ পুলিশের হাতে আটক দুই।ঘটনা শনিবার রাতে আগরতলা রেল স্টেশনে।খবর নিয়ে জানা গেছে আগাম সূত্রের খবরের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ শনিবার রাতে ওৎ পেতে বসে আগরতলা রেলস্টেশনে।তখনই আমতলী বেলাবর এলাকার দুই যুবক টুটন সরকার ও রাদেশ বর্মন ৪৩ কেজি শুকনো গাঁজা নিয়ে রেলে উঠে বহি রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে।তখনই জিআরপি থানার পুলিশ গাঁজা সহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।