সম্পূর্ণ নিজ উদ্যোগে তৈরি করা ৩ মিনিটের শর্ট ফিল্ম জায়গা করে নিল দশম গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে।শত বাধা সত্বেও অদম্য ইচ্ছা শক্তির বলে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে সদ্য স্নাতক হওয়া পিতৃহারা পূজা সাহা এই সফলতা অর্জন করেছে বিশালগড় মহকুমার গকুলনগরের প্রত্যন্ত এলাকা থেকে।যা প্রদর্শিত হবে ৪ ও ৫ নভেম্বর দুদিন ব্যাপী 10th গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে।উক্ত বিষয়ের খবর পেয়ে রাজ্যের প্রতিভাবান মেয়ে পূজা সাহার সাথে যোগাযোগ করা হলে জানা যায় এইটুকু পথ পেরুতে গিয়ে কম সংঘর্ষ করতে হয়নি তাকে।কলেজে পড়াশোনার সময় সিঁড়ির ওপর থেকে পড়ে গিয়ে তার স্পাইনাল কর্ডে চোট পেয়ে এক প্রকার পঙ্গু হয়ে গিয়েছিল এই পূজা সাহা।দীর্ঘদিন ঘরে শয্যাশায়ী হয়ে ঘরে পড়ে থাকার সময় তার নিজের জীবনের উপর “Beautiful Pain” নামক এই শর্ট ফিল্মটি তৈরি করার ভাবনা থেকে পরিবারের বড় ভাই,মা ও কয়েকজন শিক্ষকের সহায়তায় তা সম্ভব হয়েছে বলে জানান।জীবনে চরম অন্ধকার নেমে আসার পরও অদম্য ইচ্ছা শক্তির বলে কিভাবে পুনরায় ঘুরে দাঁড়ানো সম্ভব তারই বাস্তব অভিজ্ঞতা এই শর্ট ফিল্মের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।বাড়িতে বসেই এই শর্ট ফিল্মটি তৈরি করে গোয়া ফিল্ম ফেস্টিবল অথরিটির কাছে পাঠানো হয়েছিল মেইল করে।আর গতকাল তাদের পক্ষ থেকে এই শর্ট ফিল্মটি প্রদর্শনের জন্য নমিনেটেড হয়েছে বলে মেইল বার্তা আসতেই পূজার পরিবারের পাশাপাশি গোটা এলাকায় খুশির জোয়ার বইছে।