৩৯ পরিবারের ১৬৩ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগ দেন।কমলাসাগর মন্ডলের মাইনোরিটি মোর্চার উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুকান্ত কলোনিতে অনুষ্ঠিত হয়েছে একটি যোগদান সভা।মন্ডল সভাপতি সুবীর চৌধুরীর উদ্যোগে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবারের যোগদান সভাটি অনুষ্ঠিত হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়।৩৭ নম্বর বুথের এই সংখ্যালঘু অংশের ভোটাররা আগামী লোকসভা নির্বাচনে যে ব্যাপক প্রভাব ফেলবে তাতে কোন সন্দেহ নেই।দল ত্যাগীদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী,প্রদেশ মাইনরিটি মোর্চার সহ-সভাপতি নূরজাহান বিবি সহ অন্যান্যরা।পাশাপাশি যোগদান সভা শেষে নেতৃত্বদের উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি ধন্যবাদ সূচক রেলি ও অনুষ্ঠিত হয়েছে।যা বিভিন্ন পথ পরিক্রমা শেষে বাজারে এসে সমাপ্ত হয়েছে।