ভারতবর্ষের মধ্যে এই প্রথম কমলাসাগর বিধানসভার ছনখলা উচ্চ বিদ্যালয়ে বাস্তবায়িত হল স্মার্ট টয়লেট প্রজেক্ট।ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্টগুলির মধ্যে অন্যতম এই স্মার্ট টয়লেট প্রজেক্ট।এই প্রজেক্টের অন্তর্গত ভারতবর্ষে মোট দশটি স্মার্ট টয়লেট নির্মাণ করা হবে।সম্পূর্ণ গ্রীন এনার্জি দ্বারা পরিচালিত এই স্মার্ট টয়লেট ১০০ শতাংশ পরিবেশ বান্ধব।৪ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই স্মার্ট টয়লেটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ।এতে ১.২ কিলো ওয়াটের সৌর বিদ্যুতের প্যানেল লাগানো হয়েছে।যা প্রতিদিন ১২ হাজার লিটার পানীয় জল সরবরাহ করতে সক্ষম।তাছাড়া এই স্মার্ট টয়লেটে একটি ৫০০ লিটারের জলের ট্যাংক বসানো হয়েছে।যা এই স্মার্ট টয়লেটের পরিষেবা সচল রাখতে যেটুকু জলের প্রয়োজন পড়বে তার সবটাই সাপ্লাই করা হবে গ্রীন এনার্জি দ্বারা পরিচালিত এই স্মার্ট টয়লেটে।ফলে এই স্মার্ট টয়লেটের ভেতর লাইট ও এক্সজস্টার ফ্যান চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে।এই ফ্ল্যাগশিপ প্রজেক্টটি বাস্তবায়িত হয়েছে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এবং অর্কনীর ও আইআইইএসটি (IIEST)শিবপুরের যৌথ উদ্যোগে।সোমবার এই স্মার্ট টয়লেটির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট বিজ্ঞানী তথা প্রফেসর ডঃ শান্তিপদ গণ চৌধুরী, আইআইইএসটির প্রজেক্ট ইনভেস্টিগেটের প্রফেসর ডঃকনিকা দাস ভট্টাচার্য।এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান দীপ্তি রায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।