লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ফায়েজ মিয়ার ভূজালির আঘাতে মৃত্যু হয় বয়স(৩১)এর শরিফ মিয়ার।ঘটনা বিশালগড় থানাধীন কড়ুইমুড়া বাজার এলাকায়।খবর নিয়ে জানা গেছে শরীফ মিয়ার ছোট ভাই আরিফ মিয়ার সাথে কিছু টাকার লেনদেন ছিল ফায়েজ মিয়ার।বেশ কিছুদিন আগে আরিফের সাথে এই টাকা নিয়ে ফায়েজ মিয়ার সাথে বাকবিতন্ডা হয়।শনিবার দুপুরে আরিফের সাথে ফায়েজের লেনদেনকে কেন্দ্র করে পুনরায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দুজনে।এরই মধ্যে আরিফের বড় ভাই শরিফ দুজনকে ঝগড়া থামানোর চেষ্টা করতেই ফায়েজ তার পকেটে রাখা ভূজালি বের করে একের পর এক আঘাত করতে থাকে শরিফের বুকে।পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতাল কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই শরীফকে রেফার করে দেন জিবিতে।অন্যদিকে অপরাধ জগতের কুখ্যাত বাদশা ফায়েজ নিজেকে দোষী প্রমাণ করতে বিশালগড় হাসপাতালে পৌছতেই বিশালগড় থানার পুলিশ তাকে নিজেদের হেপাজতে নিয়ে নেয়।কিন্তু চুতুর ফায়েজ অসুস্থতার ব্যাপক নাটক শুরু করে হাসপাতালে।ফলে পুলিশ তাকে নিজেদের হেপাজতে রেখেই বিভিন্ন পরীক্ষার নিরীক্ষা শুরু করে।পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে সুস্থ বলে ক্লিনচিট দিয়ে দেয়।আর এরপরেই বিশালগড় থানার পুলিশ তাকে সঙ্গে সঙ্গে নিজেদের হেপাজতে নিয়ে নেয়।