মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হলো শুক্রবার ।স্বাস্থ্য,শিক্ষা,স্বরাষ্ট্র, পূর্ত দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। কৃষি এবং বিদ্যুৎ দপ্তরে দায়িত্ব পেলেন মন্ত্রী রতন লাল নাথ। অর্থ দপ্তর উঠলো মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এর হাতে। খাদ্য ও পরিবহন দপ্তরের দায়িত্ব পেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সান্তনা চাকমা পেলেন শিল্প ও বাণিজ্য দপ্তর ।তার হাতে রয়েছে ওবিসি কল্যাণ দপ্তরও । টিংকু রায় পেলেন ক্রীড়া ও যুব কল্যাণ। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন বিকাশ দেববর্মা। তপশিলি জাতি কল্যাণ ও প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রিত্ব পেলেন সুধাংশু দাস। সমন্বয় ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন শুক্লা চরণ নোয়াতিয়া।অন্যান্য যেসব দপ্তর বন্টন হয়নি তা যথারীতি মুখ্যমন্ত্রীর হাতেই রয়ে গেছে।