রাস্তা ঘাটের বেহাল দশার ফলে বিশালগড়বাসীর দুর্দশার অন্ত নেই। প্রতিদিন হাজার হাজার পথচারী থেকে শুরু করে যান চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।বিশালগড় থেকে বক্সনগর যাওয়ার মূল সড়কটি এতটাই বেহাল দশায় পরিণত হয়েছে যে স্বচক্ষে প্রত্যক্ষ না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। বিশালগড়ের নীচের বাজারের মত একটি ব্যস্ততম জায়গায় চলাচলের লাইফ লাইন হিসাবে পরিচিত মূল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে থাকলেও কারোর কোনো হেলদোল নেই।
যান চালক ও সাধারণ পথচারীর অভিযোগ যারা উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছেন তারা একবার বিশালগড় থেকে বক্সনগরের মূল সড়কটি সরজমিনে প্রত্যক্ষ করলে তাদেরও উন্নয়নের পরিভাষা বদল করতে হবে।বিশালগড় থেকে বক্সনগর,কামথানা,নেহাল চন্দ্রনগর,পুরাথল,কড়ুইমুড়া,কে.কে নগর,পুঠিয়া,রহিমপুর এলাকায় প্রতিদিন শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে এই সড়কটি।রাস্তার এই দুরবস্থা দেখে আৎকে উঠতে পারেন যে কেউ।সম্প্রতি বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।নির্বাচন নিয়ে ইতিমধ্যেই মাঠ ঘাট গরম করে চলছে শাসক থেকে বিরোধী সকলেই।কিন্তু প্রশ্ন উঠছে শাসক দলীয় নেতারা রাজধানী থেকে এই বেহাল রাস্তা দিয়ে বক্সনগরে গিয়ে কোন মুখে উন্নয়নের জয়গান করবেন।ফলে দুদিন পর পর জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে যাওয়ার পন্থা ছেড়ে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে বিশালগড়বাসী।