জোড়া খুনে উত্তপ্ত কমলাসাগর বিধানসভার দীনদয়াল চৌমুহনীস্থিত পাল পাড়া।শুক্রবার রাত বারোটা নাগাদ সম্পর্কে ভাতিজা তথা খুনি অচিন্ত কুমার দাস উরফে বাপন (চাকুরীচ্যুত সিআরপিএফ জওয়ান) তারই সম্পর্কে কাকা,কাকি ও দুই কাকাতো ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় কাকা বিপুল দাস ও কাকিমনি সীমা দাস।তাছাড়া তার দায়ের আঘাতে গুরুতর আহত হয় তারই কাকাতো ভাই কিশান দাস (১৮)ও জয় দাস(১৫)।অন্যদিকে বিশালগড় থানার পুলিশ খুনি অচিন্ত্য কুমার দাসকে রাতেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে।চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলেও অচিন্ত্যকুমার দাসের হাতে ধারালো দাঁ থাকায় কেউই এগিয়ে আসার সাহস করেনি।ফলে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের।তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা স্বামী,স্ত্রী দুজনকে মৃত বলে ঘোষণা করে ও অপর দুজনকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে।


































