একটি টাটা এইচ গাড়িসহ প্রচুর পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হল বনকর্মীরা।বুধবার গভীর রাতে কলকলিয়া এলাকায় অবৈধ কাঠ পাচারকালে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করে চড়িলাম বনদপ্তরে কর্মীরা।ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক।জানা গেছে গাবর্দী এলাকা থেকে গাড়ি বোঝাই করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করছিল বনদুস্যরা সেই খবর চলে আসে চড়িলাম বনদপ্তরের কাছে।খবর পেয়ে দ্রুত বন কর্মীরা বেআইনি কাঠ বোঝাই গাড়িটিকে ধাওয়া করে।কয়েক কিলোমিটার গাড়ির পেছনে ধাওয়া করলে সুযোগ বুঝে জঙ্গলে চালক কাঠ বোঝাই গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তী সময় বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসে।