দুর্ঘটনার শিকার সিপাহীজলা পুলিশ সুপারের ব্যবহৃত পুরনো গাড়িটি যার নম্বর TR01J0871 নম্বরের মারুতি আরটিকা।খবর নিয়ে জানা গেছে তামিলনাড়ু পুলিশ টিমের খেলোয়ারদের নিয়ে বাসে করে ফিরছিল পুলিশ টিম।অন্যদিকে তামিলনাড়ু পুলিশ টিমের পক্ষ থেকে আগত অফিসাররা ব্যবহার করছিল সিপাহীজলা পুলিশ সুপারের সেই পুরনো গাড়িটি।গাড়িটি পাথালিয়াঘাট থেকে আগরতলা ফেরার পথে বিশালগড় বাইপাস সংলগ্ন লকডাউন বাজার এলাকায় পৌঁছতেই টাটা কোম্পানির TR01AN 0496 নম্বরের গাড়িটি অসাবধানতাবশত জাতীয় সড়কের উপরই ইউটার্ন নিতে গেলে পুলিশ সুপারের গাড়িটি তড়িঘড়ি ব্রেক কষা সত্ত্বেও প্রাইভেট গাড়িটির সাথে গিয়ে সজোরে ধাক্কা লাগে।এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বরাত জোড়ে বেঁচে যায় গাড়ির চালকসহ আরোহীরা।খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় থানার পুলিশ।তারা ঘটনাস্থলে পৌঁছে তামিলনাড়ু পুলিশের অফিসারদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।তবে বিশালগড় বাইপাস সহ বিভিন্ন সড়কে যান দুর্ঘটনা যেভাবে মহামারীর রূপ নিচ্ছে তাতে পথ চলতি সাধারণ মানুষ রীতিমত আতঙ্কিত।