বিশালগড়ে চুরি এখন পুনরায় নিত্যনৈমিওিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।রাতের শহর বিশালগড় এখন নিরাপদ নয়।গতকাল রাতে চোরের দল চুরি কান্ড সংঘটিত করে বিশালগড় থানার ঠিক নাকের ডগায়।স্বামীর শ্রাদ্ধানুষ্টানে গিয়ে সর্বস্ব এক বৃদ্ধা। ঘটনা বিশালগড় থানার ঢিল ছোড়া দূরত্বে রাউৎখলা এলাকায়।খবর নিয়ে জানা গেছে গত ১৫ দিন পূর্বে প্রয়াত হয়েছেন রাউৎখলা এলাকার বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক ননী গোপাল চক্রবর্তী। তার কোনও ছেলে সন্তান না থাকায় ভাতিজার হাতেই শেষ সৎকার হয় ননী বাবুর।তার পুরান গ্রামের বাড়ি একই থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়।গত চার তারিখ পুরান বাড়িতে ননী বাবুর শ্রাধানুষ্ঠান করে ভাতিজারা।ফলে স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে পুরাতন গ্রামের বাড়িতে চলে যায় ননী বাবুর স্ত্রী কল্পনা চক্রবর্তী।এই সুযোগে ফাঁকা বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ সহ ঠাকুরের স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল।মঙ্গলবার বাড়িতে ফিরে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করে কল্পনা দেবী সহ অন্যান্যরা।খবর দেওয়া হয় বিশালগড় থানায়।পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে।তবে বর্তমানে দিনের পর দিন বিশালগড় থানা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সচেতন মহল।