শুক্রবার দুপুরে বিশালগড় থানাধীন লেম্মুতলী তহশিল কাছারির সামনে ত্রিমুখী যান দুর্ঘটনায় গুরুতর আহত এক।খবর নিয়ে জানা গেছে TR07E6977 নম্বরের মোটর বাইক নিয়ে এক যুবক মধুপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় লেম্মুতলী তহশিল কাছারির সামনে পৌঁছতেই উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি বোলোরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোরে ধাক্কা মারে।এতে বাইক ছিটকে পড়ে চালক।অন্যদিকে মোটর সাইকেলটি গিয়ে ধাক্কা মারে সামনে থাকা TR07F0606 নম্বরের মারুতি গাড়ির পেছনে।
বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলোরো গাড়িটি।এদিকে ভাঙ্গা মোটর সাইকেল রাস্তার পাশে পড়ে থাকলেও আহত বাইক চালকের কোন পরিচয় পাওয়া যায়নি।গকুলনগর থেকে কমলাসাগর কসবেশ্বরী মন্দির পর্যন্ত নতুন রাস্তা হওয়ার ফলে গাড়িঘোড়া এখন উল্কার গতিতে ছুটছে বলে অভিযোগ।যার দরুন দুর্ঘটনার সংখ্যাও ক্রমেই বাড়ছে।