তিন বন্ধু মিলে আরেক বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে।ঘটনা সোমবার রাতে টাকারজলা থানাধীন পাইল্লাভাঙ্গা এলাকায়।খবর নিয়ে জানা গেছে বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মৃতদেহ রাবার বাগানে ফেলে দেয় বলে অভিযোগ।বৃদ্ধি বাজার এলাকার যুবক যজ্ঞু দেববর্মা,জিরানিয়া এলাকার জংসেন দেববর্মা এবং টাকারজলা পাইল্লাভাঙ্গা এলাকার গণেশ দেববর্মা মিলে মঙ্গলচরণ দেববর্মাকে নিয়ে ঘুরতে যাবে বলে সন্ধ্যা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরিবারের লোকজনরা অভিযোগ করেন।গভীর রাত পর্যন্ত মঙ্গল বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা।সারারাত মঙ্গল দেববর্মাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী সহ পরিবারের লোকজন।কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।হঠাৎ করে মঙ্গলবার সকালে এলাকাবাসী রাবার বাগানে দেখতে পায় মঙ্গল দেববর্মার ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে।মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে।গ্রামের মানুষজনরা সকলে মিলে তাকে টাকারজলা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।এদিকে তার পরিবারের লোকজনদের অভিযোগ মূলে পুলিশ তিন বন্ধুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।কিন্তু তিন বন্ধু পুলিশের কাছে জানিয়েছে মঙ্গল বাইক দুর্ঘটনায় আহত হয়ে রাবার বাগানে পড়ে মৃত্যু হয়েছে।যদিও তাদের কোন গল্প কাহিনী পুলিশি জিজ্ঞাসাবাদের সামনে ধোপে টিকেনি।