সোমবার সকালে কমলাসাগর বিধানসভার ধনছড়ি এলাকার তিন গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।ঘটনার বিবরণে জানা গেছে দীর্ঘদিন ধরেই ধনছড়ি এলাকার অনেক কৃষক পরিবার নিঃস্ব হয়ে গেছে গরু চুরির ফলে।কিন্তু কোনমতেই বন্ধ করা যাচ্ছিল না এই গরু চুরি।কিন্তু গতকাল রাতে এলাকার একটি বিবাহ অনুষ্ঠানে কাজ করতে যাওয়া এক শ্রমিক রাত একটা নাগাদ প্রাকৃতিক কাজের জন্য রাস্তার পাশে একটি জঙ্গলে গেলে কিছুক্ষণ বাদে লক্ষ্য করে তিনজন লোক কিছু একটা করছে।প্রাকৃতিক কাজ সেরে ওই শ্রমিকটি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাদের সামনে আসতেই দেখে পার্শ্ববর্তী উপজাতি অধ্যুষিত বস্তি এলাকার তিনজন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল।সকালে স্থানীয় চিত্তরঞ্জন দাশের বাড়ি থেকে গরু চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই গভীর রাতে পার্শ্ববর্তী এনসি নগর এলাকারই বিশাল দেববর্মা,বিশ্বজিৎ দেববর্মা ও আরিয়ান দেববর্মাকে একসাথে ঘোরাফেরার কথা সকলের সামনে তুলে ধরে।এরপর স্থানীয় এলাকাবাসীরা তাদের একসাথে জিজ্ঞাসাবাদ চালালে তারা গরু চুরির ঘটনাটি স্বীকার করে।এই চুরি কান্ডে আর কারা কারা জড়িত রয়েছে তাদের নামধামও তুলে ধরে এলাকাবাসীদের হাতে।পরে বিশালগড় থানায় খবর পাঠানো হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনজন চোরকে থানায় নিয়ে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হল যার বাড়ি থেকে গরু চুরি হয়েছে তার বাড়িতে পিও ভিজিট পর্যন্ত করেনি।এলাকাবাসীর আরও অভিযোগ এর আগে যতগুলি গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে তার খনর বিশালগড় থানায় পাঠানো হলে উল্টো যার বাড়ি থেকে গরু চুরি হয়েছে তাদেরকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়।সোমবার এলাকাবাসীর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখে বিশালগড় থানার পুলিশকে প্রকার পালিয়ে বাঁচতে দেখা গেছে।ফলে পুলিশ প্রশাসনের দুর্বলতার ফলে এলাকার খেটে খাওয়া গরিব সাধারণ কৃষকদের একপ্রকার নাভিশ্বাস।