ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক।ঘটনা বুধবার সন্ধ্যায় চড়িলাম বিওসি সংলগ্ন জাতীয় সড়কের উপর।খবর নিয়ে জানা গেছে TR061767 নম্বরের ট্রাকের সঙ্গে TR01H9779 নম্বরের মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে।এতে মোটর সাইকেল চালক পার্থ বণিক রাস্তার পাশে ছিটকে পড়ে।খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।তবে মোটর সাইকেল চালক পার্থ বণিকের অবস্থা খুবই আশঙ্কাজনক।খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিশপ্ত ট্রাক গাড়ি ও মোটর সাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে।তবে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় যান দুর্ঘটনা ক্রমেই মহামারির রূপ নিলেও মহকুমা পুলিশ প্রশাসন পুরোপুরি কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন।