বিশালগড় থানা এলাকায় অবৈধ পাচার বাণিজ্যে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে অবৈধ চিনি কে বৈধ করতে ব্যবহার করা হল জুতার দোকানের ক্যাশমেমু।ঘটনা বিবরণে জানা গেছে বিশালগড় থানার একাংশ পুলিশ বাবুদের ম্যানেজ করে বিশালগড় থেকে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে অবৈধ চিনি।পুলিশ বাবুদের কাছে খবর থাকলেও তারা পুরোপুরি নিশ্চুপ এবং এই পাচার বাণিজ্যের সাথে বিশালগড় থানার একাংশ পুলিশ অফিসারেও যোগসাজোস রয়েছে বলে অভিযোগ।বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানাধীন চেলিখলা নাকা পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ধরা পড়ে TR07AR1505 নম্বরের বোলেরো গাড়িটি,তবে বোলেরো গাড়িতে থাকা ৫০ বস্তা অবৈধ চিনিকে বৈধ করতে জুতার দোকানের ক্যাশ মেমো ব্যবহার করা হয়েছে।আশ্চর্যের বিষয় হলো দু’ঘণ্টা না পেরুতেই সন্ধ্যার আগে বিশালগড় থানার পুলিশকে ম্যানেজ করে থানা থেকে গাড়ি ছাড়িয়ে নিতে সক্ষম হয় পাচারকারীরা।