আগরতলা জিআরপি থানা এবং আরপিএফ যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।আটককৃতদের মধ্যে ২জন মহিলা ও দুজন ২জন পুরুষ।জানা গেছে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে তারা আগরতলা রেল স্টেশনে এসেছিল।এই নিয়ে আগরতলা জিআরপি থানায় IPC,IPP এবং Foreigner act এ একটি মামলা নেওয়া হয়েছে।বর্তমানে তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানার ওসি ইন্সপেক্টর তাপস দাস।আগামীকাল তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।