চুরি যাওয়া আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।সোমবার গভীর রাতে পেট্রোলিং এর সময় মাগনসর্দার পাড়ার রাস্তার পাশে জঙ্গল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।খবর নিয়ে জানা গেছে আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে এই মোটর সাইকেলগুলি চুরি হয়েছিল।যার মিসিং ডায়েরি করেছিল আগরতলার বিভিন্ন থানায়।সম্প্রতি সংবাদ মাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হওয়ার পর বর্তমানে রাতের অন্ধকারে থানা এলাকার বিভিন্ন জায়গায় টহলদারি আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে পুলিশের তরফে।যার ফলস্বরূপ গত এক সপ্তাহে সাতটি চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সাব-ইন্সপেক্টর অনিমেষ পাল।