ছিনতাইকান্ডে আটককৃত ছিনতাইবাজের নাম প্রসেঞ্জিৎ সরকার উরফে রাহুল(২০)।উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর রাতে বিশালগড় থানাধীন রাস্তারমাথা এলাকায় বন্ধন ব্যাঙ্কের সামনে জাতীয় সড়কের উপর উদয়পুর থেকে আগরতলাগামী একটি বাইক আটকে বাইক আরোহীদের কাছ থেকে নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গিয়েছিল একদল ছিনতাইবাজ।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির U/S 341/395/382 (B) /120(B)/323/506/411 OF IPC ধারায় একটি মামলা হাতে নেয় যার নম্বর Blg P.s Case No- 93/2023। ঘটনার দিন রাতেই একটি গাড়ি সমেত কমলাসাগর এলাকার কুখ্যাত ছিনতাইবাজ বাপন মিয়া সহ মোট ৬ ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ।তাদের কাছ থেকে ছিনতাই করা ৫১০০ টাকা উদ্ধার করা হলেও মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি।পরে এই মামলার আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।অবশেষে মঙ্গলবার রাতে বিশালগড় ২ নং গেইট এলাকা থেকে এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসেনজিৎ সরকার উরফে রাহুলকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ।খবর নিয়ে জানা গেছে এই মামলায় এখনো পর্যন্ত মোট দশজন গ্রেফতার হয়েছে।বিশালগড় থানার ওসি তাপস দাস জানান এই ছিনতাইকান্ডে যুক্ত বাকিদের খুব শীঘ্রই জালে তোলা হবে।