চড়িলাম থেকে বিরোধীদের প্রতি যেমন হুুঙ্কার ছুড়লেন তেমনি স্বপ্নও দেখালেন আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।বুধবার দুপুরে চড়িলাম বাজার সংলগ্ন দীন দয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মনের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গত পাঁচ বছরে রাজ্য সরকারের এক প্রকার রিপোর্ট কার্ড তুলে ধরেন জনতার সামনে।তিনি রাজ্য সরকারের এই কাজ গুলিকে আসাম সরকারের থেকেও অনেক বেশি সফল বলে বর্ননা করেন।যুক্তি হিসাবে তিনি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দুই ধাপে ২০ শতাংশ বৃদ্ধিকে একটা রেকর্ড বলে বর্ননা করেন।আসামের সামাজিক ভাতা যেখানে ১,২৫০ টাকা সেখানে অর্থমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা রাজ্যের সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ হাজার টাকা করে দেখিয়েছে,যা শুধু উত্তর পূর্বাঞ্চলেই নয় সমগ্র দেশেই নজির বিহীন বলে উল্লেখ করেন তিনি।