ভগবান কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে বৃহস্পতিবার গুরু গোরক্ষনাথ আশ্রমে দক্ষিণেশ্বর কালী মন্দিরের শিলান্যাস সহ রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে গৌরক্ষনাথ আশ্রমে রাজ্যবাসির মঙ্গলার্থে যজ্ঞে অংশগ্রহণ করে পূজার্চনা করেন এবং পরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে রক্তদান শিবিরেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উক্ত অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তম ভক্ত চৌমুহনীস্থিত গোরক্ষনাথ আশ্রমের মহারাজ স্বামী রোথাস নাথ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য,প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক,এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার,সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা।