নিজেদের ব্যার্থতা আড়াল করতে সাংবাদিকদের উপর আক্রমন কাস্টমস এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।ঘটনা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানাধীন রামছড়া এলাকার দিগবিজয় অধিকারীর বাড়িতে।আগরতলা ডিভিশনের কাস্টম অফিসের সুপারেন্টেন্ট সুজাতা ধামের নেতৃত্বে তল্লাসী চালানো হয়েছিল এদিন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যায় বিশালগড় মহকুমার দুই সাংবাদিক।ঘটনাস্থলে গিয়ে নিজেদের পেশাগত পরিচয় দিলে সাংবাদিকদের সাথে অভব্য আচরন শুরু করে কাস্টম সুজাতা ধাম।মুহুর্তের মধ্যেই সুজাতা ধামের নির্দেশে সাংবাদিকদের উপর চড়াও হয় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালী এবং ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বেড় করে দেয় কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। জানা গেছে এদিনের তল্লাসীতে কিছুই উদ্ধার করতে পারেনি কাস্টম এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সাংবাদিকদের উপর চড়াও হয়েছে বলে অভিযোগ তারা।বাড়ির মালিক দিগবিজয় অধিকারী জানিয়েছেন এদিন তল্লাসী করতে গিয়ে তার ঘরের টাইলস ভেঙ্গে ঘরের ভিতর গর্ত খুরেছে কাস্টম এবং কেন্দ্রীয় বাহিনী।তাছাড়া ঘরের আলমারি থেকে শুরু করে সমস্ত আসবাপপত্র ভেঙ্গে ফেলা হয়েছে।এসবকিছুর ক্ষতিপূরন দাবী করেছেন বাড়ির মালিক।