আগামী ১৩ -১৪ সেপ্টেম্বর দুইদিনব্যাপী কমলাসাগর কসবেশ্বরী কালী মন্দির চত্বরে ঐতিহ্যবাহী ভাদ্রমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত মেলাকে কেন্দ্র করে কমলাসাগার বিধানসভা কেন্দ্রের বিদায়িকা অন্তরা সরকার(দেব),মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী ও বিশালগড় ব্লক আধিকারিকের উপস্থিতিতে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে সিদ্ধান্ত হয় মেলায় দর্শনার্থীদের সুবিধার্থে ত্রিপুরা রাজ্য পরিবহন নিগমকে বিশেষ বাসের ব্যবস্থা করতে বলা হবে।তাছাড়া ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের তরফে কমলাসাগরের পার্কিংয়ের জায়গা হইতে রাস্তারমাথা পর্যন্ত স্টিট লাইটের ব্যবস্থা করা,পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তর হতে মেলা চলাকালীন সময়ে ট্যাংকারের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা সহ মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরতে স্টলের ব্যবস্থা করার মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।আগামী ১৩ই সেপ্টেম্বর দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরক্ষা দপ্তরকেও যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে মহকুমা প্রশাসনকে নির্দেশ দেন বিধায়িকা অন্তরা দেব সরকার।