লোকসভা নির্বাচনের পূর্বে আবারও অনুপ্রবেশের ঘটনা ঘটল কমলাসাগরে।খবর নিয়ে জানা গেছে গতকাল রাতে বাংলাদেশী নাগরিক এনামুল হক(৩১) অবৈধভাবে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে ভারতে প্রবেশ করার সময় কমলাসাগর বিওপির বিএসএফের হাতে আটক হয়।পরে কমলাসাগর বিওপির বিএসএফের তরফ তাকে তুলে দেওয়া হয় মধুপুর থানার পুলিশের হাতে।পুলিশ বাংলাদেশি নাগরিক এনামুল হকের বিরুদ্ধে পাসপোর্ট অ্যক্টে একটি মামলা নথিভুক্ত করে মধুপুর থানায়।যার মামলা নম্বর MDPS Case No 03/2024।মামলার তদন্তকারী অফিসার জানান মেডিকেল চেকআপের পর বুধবার ই তাকে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে।ফলে অনুপ্রবেশের ঘটনা কোনমতেই বন্ধ করা যাচ্ছে না।যা খুবই উদ্বেগের বিষয়।