১২ জন বাংলাদেশিকে রবিবার আগরতলা রেলস্টেশনে আটক করা হয়। তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ছয় জন মহিলা।তাদের সাথে চারজন শিশু রয়েছে।১২ জনের মধ্যে আটজন রোহিঙ্গা। বাকি চারজন বাংলাদেশের নাগরিক। হায়দ্রাবাদ থেকে আগত এক রোহিঙ্গা তাদের সেখানে নিয়ে যেতে এসেছিলেন।পুলিশ তাকেও আটক করেছে। বিদেশি আইনে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।
































