১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে বিএসএফ ও এনসিবির যৌথ টিম।
রবিবার রাত ১০ টা থেকে ভোর ৩ টা পর্যন্ত বক্সনগরের কুখ্যাত মাদক পাচারকারি আলেক হোসেনের বাড়িতে চলে এই নেশা বিরোধী অভিযান।আলেকের ঘরে কিছু না পেলেও তার ভাই আলেকের ভাই আমাল হোসেনের ঘরে তল্লাশে চালিয়ে ১৬ পেকেট ইয়াবা টেবলেট( ১ লাখ ৬০ হাজার) যার বাজার মূল্য আনুমানিক ১৬ কোটি টাকা বলে জানা গেছে।পুলিশের উপস্থিতি আজ করতে পেরে আমাল হোসেন পালিয়ে গেলেও পুলিশ তার স্ত্রী লিপিয়ারা খাতুনকে জালে তুলতে সক্ষম হয়।কলমচৌড়া থানার নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ নেশা বাণিজ্য কিভাবে ফুলে ফেঁপে উঠছে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।