জানা গেছে গোপন সূএের খবরের ভিওিতে বিশালগড় থানাধীন লালসিংমুড়া মণ্ডপটিলা এলাকার সুখেন মিয়ার বাড়িতে হানা দিয়ে ১৫ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ।কিন্তু স্থানীয়দের অভিযোগ আটককৃত সুখেন মিয়া এই গাঁজার আসল মালিক নয়।মালিক হচ্ছে সুখেন মিয়ার ভাই ইদ্রিস মিয়া(৩০)।কিন্তু পুলিশি অভিযানের আঁচ পেয়ে ইদ্রিস মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।অন্যদিকে পুলিশের হাতে আটক হয় সুখেন মিয়া।এদিকে বিশালগড় থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে।যার মামলা নম্বর BLG P.S Case No 10/2024।এদিকে শুক্রবার পুলিশ আটকৃত সুখেন মিয়াকে বিশালগড় কোর্টে প্রেরণ করে।
































