সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান।ঘটনা বৃহস্পতিবার সকালে শিলাছড়ি থানাধীন আচার্য্য পাড়া বিওপি এলাকায়।সীমান্ত রক্ষী বাহিনীর ১১৪ নং ব্যাটালিয়নের সি কোম্পানির নিহত জওয়ানের নাম সুরেন্দ্র সিং দুডি (৫৩)।জানা গেছে নিহত জওয়ানের বাড়ি রাজস্থানে।