মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য কৃতি তালিকায় চতুর্থ স্থান অধিকার করে গোটা এলাকা সহ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করল রামজয় সাহা।রামজয় সাহা বিশালগড়ের বিশিষ্ট সাংবাদিক জীবন সাহার ভাতিজা।সে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয় থেকে পড়াশোনা করে এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।তার বাবা তপন সাহা একজন সবজি ব্যবসায়ী এবং মা রাখি দাস বিজ্ঞান শিক্ষিকা।এবছর মাধ্যমিক পরীক্ষায় রাম জয় সাহা ৫০০ এর মধ্যে ৪৯১ অর্থাৎ ৯৮ শতাংশ নম্বর পেয়ে সম্ভাব্য চতুর্থ স্থান অধিকার করে।রামজয় সাহা ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি আবৃতি, সঙ্গীত এবং খেলাধুলায় বেশ মনোযোগী ছিল।আজকের এই সাফল্যের পেছনে তার বাবা তপন সাহা,মা রাখি দাস এবং বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি বলে জানান।সে জানিয়েছে তার পড়াশোনায় তার মা-বাবা সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা সবসময় সাহায্য করেছে যার ফলে তার হাতে আজ এই সাফল্য এসেছে।রামজয় বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন।তার এই সাফল্যের খবর গোটা বিশালগড় রাউৎখলা এলাকায় আনন্দের জোয়ার বইছে।