বুধবার সেকেরকোট বাজার ব্যবসায়ীরা নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে ২১ জনের নতুন কার্যকরী কমিটি গঠন করেছে।নতুন এই বাজার কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছে ছয় বারের সেকেরকোট বাজার সম্পাদক হরেন্দ্র চন্দ্র দাস।সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে যথাক্রমে নারায়ণ চন্দ্র দাস ও মনিশ চৌধুরী।বাজার কমিটির পুণ-নির্বাচিত সম্পাদক হরেন্দ্র চন্দ্র দাস উনার বক্তব্যে জানান অত্র এলাকার সবচেয়ে পুরনো বাজার হচ্ছে এই সেকেরকোট বাজার তথা বিক্রমনগর বাজার ব্যবসায়ী কমিটি।১৯৫২ সাল থেকে এই বাজার সরকারি স্বীকৃতি প্রাপ্তির মধ্য দিয়ে পথচলা শুরু করে দীর্ঘ পথ পেরিয়ে সুনামের সাথে আজ এই অবস্থানে দাঁড়িয়ে।তিনি আরও জানান বাজার ব্যবসায়ীরা সাধারণত রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকতে পারে না ব্যস্ততার কারণে।কিন্তু দীর্ঘ বাম শাসনে এই বাজারকে তছনছ করে ভেঙ্গে দিতে গভীর ষড়যন্ত্র করা হয়েছে যার জন্য উনার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল।যার জন্য মামলা শেষ না হওয়া পর্যন্ত দু-বছর উনাকে সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল।কিন্তু তা সত্ত্বেও উনাকে ভুল প্রমাণ করা সম্ভব হয়ে ওঠেনি ওই ষড়যন্ত্রকারীদের।ফলে একটা সময় বাজারকে স্থানান্তরিত করে নিউমার্কেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।ওখানে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করে বহু কোটি টাকা ব্যায়ে দ্বিতল মার্কেট নির্মাণ করা হয়েছে নতুন অটো স্ট্যান্ডের পাশে যা এখনো ঠাঁই দাঁড়িয়ে।কিন্তু বাজার ব্যবসায়ীরা তাদের পুরোনো জায়গা ছেড়ে কখনোই যায়নি।তাই তিনি সেকেরকোট বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আগামীদিনে যেন বাজারের বিভিন্ন সমস্যা দূরীকরণের ক্ষেত্রে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং পাশে পান সেই আহ্বান রাখেন।