খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ
সংস্কৃতির শহর খোয়াই—যে শহরের বাতাসে কবিতা, গলিতে গলিতে সুর, আর মানুষের কথায় মিশে থাকে ভাষার মায়া—সেই খোয়াই এবার ইতিহাসের এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়াতে চলেছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খোয়াইয়ের বুকে বসতে চলেছে শত কবির নক্ষত্র সমাগম—যেখানে কবিতাই হবে শ্রদ্ধার ফুল, আর শব্দই হবে ভাষা শহীদদের প্রতি নিবেদন।
আগামী ২২ ফেব্রুয়ারি রবিবার, মৈত্রী সংসদ এবং আজকের ভাষা-র যৌথ উদ্যোগে এই অভিনব ও ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে একটি স্থানীয় গেস্ট হাউজে। মহান ২১শে ফেব্রুয়ারির চেতনাকে হৃদয়ে ধারণ করে একদিন পরে, কবিতার মাধ্যমে ভাষার প্রতি শ্রদ্ধা জানানো হবে—যা খোয়াইয়ের সাংস্কৃতিক ইতিহাসে প্রথম।
এই প্রথমবারের আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শহরের সাহিত্য ও সংস্কৃতিমহলে তৈরি হয়েছে এক অনন্য উন্মাদনা। শত কবির কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হবে ভাষার গান, কবিতার ছন্দে ছন্দে উচ্চারিত হবে আত্মপরিচয়ের ঘোষণা—মাতৃভাষা শুধু ভাষা নয়, এ আমাদের অস্তিত্ব।
শনিবার এই ঐতিহাসিক আয়োজনকে সুষ্ঠুভাবে রূপ দিতে গঠন করা হয়েছে একটি উপদেষ্টা কমিটি, একটি কার্যকরী কমিটি এবং একাধিক আনুষঙ্গিক কমিটি। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির কনভেনার ও বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা। আহ্বায়কদ্বয় হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক এবং আজকের ভাষা-র সম্পাদক দীপেন নাথশর্মা।
এছাড়াও বিভিন্ন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংস্কৃতিকর্মীরা—যশপাল সিং, করুণা দেবনাথ, সুব্রত আচার্য্য, তপন দেবনাথ, গৌতম অধিকারী, সুমিতা রায় প্রমুখ।
এই অনুষ্ঠান শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়—এ এক চেতনাযজ্ঞ। যেখানে কবিতাই হবে প্রদীপ, শব্দই হবে ধূপ, আর কণ্ঠই হবে ভাষা শহীদদের প্রতি নীরব প্রণাম। সংস্কৃতির শহর খোয়াইয়ে এই প্রথম এমন বৃহৎ পরিসরে শত কবির অংশগ্রহণে ভাষা দিবস পালনের উদ্যোগ—যা নিঃসন্দেহে শহরের সাংস্কৃতিক মানচিত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে শহরের সকল সাহিত্যপ্রেমী, সংস্কৃতিচর্চাকারী ও সচেতন নাগরিকদের আহ্বান জানানো হয়েছে—এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থেকে একে সাফল্যমণ্ডিত করে তুলতে। কারণ, ভাষা শুধু উচ্চারণ নয়—ভাষা স্মৃতি। ভাষা শুধু শব্দ নয়—ভাষা সংগ্রাম। ভাষা শুধু যোগাযোগ নয়—ভাষা আত্মপরিচয়। আর সেই ভাষার সম্মানে, খোয়াইতে এবার কবিতার আকাশে উঠবে শত তারার আলো। সংস্কৃতির শহর খোয়াই প্রস্তুত—ভাষার উৎসবে, কবিতার মেলায়, ইতিহাসের নতুন পাতায়।































