শিলাবৃষ্টিতে এক জনজাতি পরিবারের ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।বর্তমানে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের আশ্রয়স্থল এখন খোলা আকাশের নিচে।খবর নিয়ে জানা গেছে শনিবার রাতে চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের দুই নং ওয়ার্ডের শরৎ চৌধুরী পাড়া এলাকায় শিলা বৃষ্টি হয় আর এই শিলাবৃষ্টির ফলে ওই এলাকার বিজয় দেববর্মার ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুরো বসত ঘরের টিনের ছাউনি ঝাজড়া হয়ে গেছে শিলা বৃষ্টিতে।ফলে গোটা পরিবারটি এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য।রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত বিজয় দেববর্মা জানিয়েছেন এর আগে শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই সরকারি সাহায্য পেয়েছে।এখন গতকালের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিজয় দেববর্মার প্রতিও যেন মহকুমা প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার দাবি জানিয়েছেন তিনি।এদিকে বিশালগড় মহকুমা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানিয়েছেন যেহেতু আজ রবিবার তাই অফিস আদালত সবকিছুই বন্ধ।সোমবার মহকুমা প্রশাসনের তরফে চড়িলাম বিধানসভা কেন্দ্রের রংমালা এডিসি ভিলেজের ওই ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করে যদি সাহায্য করার মত প্রয়োজন হয় তাহলে মহকুমা প্রশাসনের তরফে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।