সামনেই লোকসভা নির্বাচন ।যার জন্য তোরজোর শুরু করে দিয়েছে পদ্ম শিবির । বুধবার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের প্রতিনিধিদের নিয়ে গুয়াহাটির বিজেপি কার্যালয়ে শীর্ষ স্তরের বৈঠক হয়েছে । অটল বিহারী বাজপেয়ী ভবনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা , বিজেপি উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন সংযোজক ডা সম্বিত পাত্রা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির শাসকদলের শীর্ষস্তরের প্রতিনিধিরা যোগ দেন ।লোকসভা ভিত্তিক প্রবাস যোজনায় প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য বিজেপির দশজনের এক প্রতিনিধি দল যোগ দেয় । তাদের মধ্যে রয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত,বিধায়ক অভিষেক দেবরায়,পিনাকী দাস চৌধুরী,বিজেপি দক্ষিণ জেলার সভাপতি শংকর রায় সহ অন্যান্য পদাধিকারীগণ । এ দিনের বৈঠকে সংশ্লিষ্ট অঞ্চলের ১৬০টি লোকসভা আসনের জন্য রণকৌশল স্থির করা হয়। এই তালিকায় ছিল রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনটিও। রাজ্য বিজেপি সভাপতি শ্রীভট্টাচার্য জানান,পূর্ব ত্রিপুরা আসনের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে শলাপরামর্শ হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মসূচির রূপরেখাও স্থির করা হয়েছে এ দিনের বৈঠকে।