বেসরকারি নিরাপত্তা রক্ষীর বাড়িতে রাতের আঁধারে হাত সাফ করে দিল নিশিকুটুম্বের দল। চুরি করে নিয়ে গেল নগদ অর্থ সহ স্বর্ণালংকার। ঘটনা বুধবার রাতে আমতলী থানাধীন হাসপাতাল চৌমুহনী এলাকায়।জানা গেছে বাড়ির মালিক রামকুমার দাস একটি কোম্পানিতে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসাবে নিয়োজিত।গতকাল তার নাইট ডিউটি থাকায় বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা।আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দুটি ঘরের আসবাব পত্র তছনছ করে লুট করে নিয়ে যায় নগদ অর্থ সহ স্বর্ণালংকার।সকালে চুরির ঘটনা নজরে আসলে খবর দেওয়া হয় আমতলী থানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।