১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্থাননের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মরদেহের জন্য উত্তম চৌমুহনী (দক্ষিন চাম্পামুড়া)জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন আগে স্মৃতি সৌধ ছিল।বর্তমানে জাতীয় সড়ক প্রশস্ত করনের ফলে স্মৃতি সৌধটি ভেঙ্গে ফেলতে হয়েছিল।বর্তমানে আগের জায়গাটিতে পুনরায় সেই বীর সৈনিকদের স্মৃতি সৌধ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে বিদায়িকার উদ্যোগে।তাই বুধবার বিধায়িকা অন্তরা দেব সরকার জায়গাটি সরজমিনে পরিদর্শনে আসেন বিশালগড় মহাকুমা প্রশাসনিক টিমকে সঙ্গে নিয়ে।