সাতসকালে মালবাহী রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে।ঘটনা বৃহস্পতিবার সকালে চাম্পামুড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায়।মৃতদেহটি চাম্পামুড়া মধ্যেমুড়া এলাকার অসিত চক্রবর্তীর বলে চিহ্নিত করে স্থানীয়রা।খবর নিয়ে জানা গেছে অন্যান্য দিনের মত বৃহস্পতিবার সকালেও রেল লাইনের উপর দিয়ে প্রাত ভ্রমণে বেরিয়েছিল পেশায় স্টেশনারি ব্যবসায়ী অসিত চক্রবর্তী।কোন একটি বিষয়ে অন্যমনস্ক থাকায় তিনি ট্রেন আসার শব্দ পায়নি বলে খবর।মুহূর্তের মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে যায় অসিত চক্রবর্তীর দেহ।খবর দেওয়া হয় স্থানীয় থানায় এবং আগরতলা জিআরপি স্টেশনে।কিন্তু রেল যাত্রীদের অভিযোগ সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটলেও সাড়ে দশটা পর্যন্ত মৃতদেহ রেললাইন থেকে সরানো হয়নি।যার ফলে আগরতলা থেকে সাব্রুম এবং সাব্রুম থেকে আগরতলাগামী ডেমুট্রেন যাত্রী নিয়ে দাঁড়িয়ে পড়ে যথাক্রমে আগরতলা ও বিশালগড় রেল স্টেশনে।ফলে যাদের বহিরাজ্যে কানেক্টিং ট্রেন ধরার কথা তারা আদৌ সময়মত ট্রেন পাবে কিনা সেই চিন্তায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চরম গাফিলতির অভিযোগ তুলে।