ভয়াবহ যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পথচারী, গাড়িতে থাকা চালক সহ যাত্রীরা।ঘটনা সোমবার বিকেলে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন মা কসবেশ্বরী পেট্রোল পাম্পের সামনে।দুর্ঘটনার বীভৎসতা চিন্তা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক সহ যাত্রীরা।জানা গেছে TR07E0537 নম্বরের মারুতি ওয়াগনার গাড়িটি বিশ্রামগঞ্জের দিক থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে চড়িলাম পেট্রোল পাম্পের সামনে পৌঁছতেই দ্রুতগতির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষ ঘটে।এতে অল্পেতে রক্ষা পায় পথচারী সহ যাত্রীরা।