বিশ্বকর্মা পূজার রাতে বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে পর পর যান দূর্ঘটনায় মহিলা সহ আহত প্রায় দশজন।আহতদের মধ্যে কয়েকজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা ও বাকিদের নিজেদের গাড়িতে করে বিশালগড় হাসপাতালে আনা হয়েছে।এদিন রাতে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এক ব্যক্তি।প্রত্যেক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত খবর পাঠায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে।তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তায় পড়ে থাকা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতাল।বাইক দুর্ঘটনায় আহত ব্যক্তির জ্ঞান না থাকায় তার কোনরকম পরিচয় পাওয়া যায়নি।তবে অনেকের ধারণা হয়তো কোন বাইক বা গাড়ির সাথে সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে ঘটনাস্থলে কোন বাইক বা গাড়ি পাওয়া যায়নি।তবে দুর্ঘটনাগ্রস্থ মোটর সাইকেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ।আহতদের মধ্যে রেখা পাল(৩১),গীতা ভৌমিক(৪৮),রিতা ভৌমিক(৪৭),অনিকেত ভৌমিক(৩),নিখিল সরকার,মিঠুন সাহা,বিপ্লব নম:,কমল কান্তি রায়,মৌসুমি আক্তার,পাপিয়া বেগম ও কবির হোসেনকে আনা হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে।অন্যদিকে আহতদের মধ্যে অনেককেই রেফার করা হয়েছে জিবি হাসপাতালে।