নিউজ গ্যালারি এিপুরা ওয়েব ডেস্ক:৯ অক্টোবর। বিশ্ব হিন্দু পরিষদের ৬০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় যোজনা অনুসারে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ত্রিপুরা উপ-প্রান্তের যৌথ উদ্যোগে “শোর্য জাগরণ যাত্রা” শুরু হয়েছে রাজ্যব্যাপী।আগামী ১২ই অক্টোবর ভবানীপুর দিয়ে সিপাহীজলা জেলায় এই সূর্যজাগরণ যাত্রা সুবিশাল বাইক রেলির মাধ্যমে প্রবেশ করবে।এদিন কাঁঠালিয়ায় রাত্রিযাপন করে পরদিন ধনপুর বক্সনগর হয়ে মেলাঘরে পৌঁছবে উক্ত সূর্য জাগরণ যাত্রা।এখানেই জেলার মূল অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার পর নলছড়, বিশ্রামগঞ্জ হয়ে বিশালগড়ে প্রবেশ করবে সুবিশাল বাইক রেলির মাধ্যমে এবং সেকেরকোটস্থিত উত্তম ভক্ত চৌমুহনীর তপোবন আশ্রমে রাত্রি যাপন শেষে পরদিন এই সূর্য জাগরণ যাত্রা এগিয়ে যাবে পশ্চিম এিপুরা জেলার উদ্দেশ্যে।সোমবার বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে উক্ত বিষয় সম্পর্কে সাংবাদিকদের সামনে তুলে ধরেন দক্ষিণ পূর্ব প্রান্তের মঠ মন্দির প্রসার প্রমুখ উত্তম চক্রবর্তী এবং সূর্য জাগরণ যাত্রার যাএা প্রমুখ সজল দেব সহ অন্যান্যরা।
































