বিশালগড় থানাধীন বিভিন্ন এলাকায় চুরির হিড়িক পড়েছে।রাতের শহর এখন এক কথায় নিশিকুটুম্বদের দখলে।নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি চ্যালেঞ্জের মুখে।ইদানিং নিশিকুটুম্বদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ।বাদ যাচ্ছে না সরকারি অফিস আদালতও।সোমবার রাতে বিশালগড় ও চড়িলামের বেশ কয়েকটি জায়গায় একযোগে চুরি কান্ড সংঘটিত করেছে চুরের দল।এদিন রাতে বিশালগড় মহকুমা আদালত চত্বরে মুহুরি এসোসিয়েশন ও স্ট্যাম্প ভেন্ডারের দোকান,বাইপাসে পরপর চারটি দোকানে এবং চড়িলাম পুরান বাড়ি এলাকার একটি গ্যারেজ থেকে TR071670 নম্বরের বোলেরো গাড়ি থেকে চাকা খুলে নেওয়ার মত চুরি সংঘটিত হয়েছে।বিশালগড় থানা এলাকার বিভিন্ন এলাকায় এমন কোন দিন নেই যেদিন চুরি কান্ড সংঘটিত হয়নি।কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ চুরির মামলায় এখনো পুলিশ অন্ধকারে।গতকাল রাতে তিন তিনটি জায়গায় চুরিকান্ডের মধ্যে দুটি স্বাভাবিক মনে হলেও একটি চুরি কান্ড নিয়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে জনমনে।আশ্চর্যজনক ভাবে রাতে পাহারাদার থাকা সত্বেও রাতের অন্ধকারে বিশালগড় মহকুমা আদালতে হাত সাফ করে দিল চোরের দল।গতকাল রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র জ্বালিয়ে দিয়ে তছনছ করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চোরের দল।বিশালগড় বার অ্যাসোসিয়েশন সংলগ্ন মুহুরী অ্যাসোসিয়েশনের কক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ কিছু নথেপএ উধাও।প্রশ্ন উঠছে মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা সংঘটিত হল।যে জায়গায় আদালত সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু তা আর বলার অপেক্ষা রাখে না।তবে বিশালগড় মহকুমা আদালত চত্বরে যে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে এই ঘটনার পেছনে আসল রহস্য কি তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়ে গেছে।