বিধায়কের উদ্যোগে এবং বিশালগড় পুর পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বিশালগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল “মায়ের বিদায়”।কার্নিভালকে সফল করার লক্ষ্যে বুধবার বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি প্রস্তুতি বৈঠক।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী,মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন,বিশালগড় থানার ওসি তাপস দাস,কার্নিভাল কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কার্নিভালে অংশগ্রহনকারী বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তারা। বৈঠক শেষে মহকুমা শাসক জানান,আগামী ২৬ শে অক্টোবর দুপুর দুটো থেকে কার্নিভালের কাজ শুরু হবে।বিকেল ৪ টায় ব্রীজ চৌমুহনী এলাকায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।উক্ত কার্নিভালের উদ্বোধন করবেন বিধায়ক সুশান্ত দেব,তাছাড়াও উপস্থিত থাকবেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,বিধায়ক বিন্দু দেবনাথ,বিধায়ক তফাজ্জল হোসেন,বিধায়ক কিশোর বর্মন,বিধায়িকা অন্তরা সরকার দেব সহ অন্যান্যরা।বিশালগড় শহর এবং গ্রামীন এলাকার মোট ১২ ক্লাব এই কার্নিভালে অংশ গ্রহন করবে বলে জানিয়েছেন।