কমলাসাগরের বিধায়িকা অন্তরা দেব সরকারের হস্তক্ষেপে এবার বিনামূল্যে হবে দু’দিনব্যাপী ভাদ্র মেলা।প্রতিবছর স্টল বন্টন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের অভিযোগের অন্ত ছিল না।বিষয়টি বিধায়িকার নজরে আসার পর তিন দফা বৈঠক শেষে সোমবার দুপুরের বৈঠকে চূড়ান্ত সীল মোহর দেওয়া হয়।উক্ত বৈঠকে বিধায়িকা মেলা কমিটিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিষয়টি নিয়ে ভুলবার্তা যাচ্ছে রাজ্যবাসীর কাছে।তাছাড়া অনেক সময় দোকানিরা ব্যবসা-বাণিজ্য ঠিকমতো করতে না পারলে বিভিন্ন সময় ক্ষতির মুখেও পড়তে হয়।তাই সবদিক বিচার বিবেচনা করে এবছর থেকে কমলাসাগরের ভাদ্র মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা করতে আসা দোকানিরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উক্ত সিদ্ধান্তে।আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুদিন ব্যাপী ভাদ্রমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে।সোমবার চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিক,মধুপুর থানার ওসি,বাজার ব্যবসায়ী,মেলা কমিটির সদস্য এবং অটো সিন্ডিকেটের নেতৃত্বরা।