বিধায়িকা অন্তরা সরকার দেব কমলাসাগর পর্যটন সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শনিবার সোসাইটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কসবেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে।এদিনের এই বৈঠকে কসবেশ্বরী মায়ের মন্দিরকে ঢেলে সাজিয়ে তুলতে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা এই প্রথম।দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের সুবিধার্থে মোটর সাইকেল স্কুটি ও তিন চাকার অটো কুড়ি টাকার পরিবর্তে ১০ টাকা,চার চাকা গাড়ি ৫০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা এবং বড় গাড়ি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা পার্কিং ফি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।নতুন গাড়ি যাত্রা করার ন্যূনতম শুল্ক ১০০ টাকা ধার্য করা হয়েছে।পার্কিং ফি সংগ্রহকারী দুজন কর্মীর বেতন ভাতা ৪০০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে।পূর্বের একজনের সাথে আরেকজন মহিলা সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্ত,কমলাসাগর দীঘি থেকে মাছ বিক্রি চিরতরে বন্ধ করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের আদলে মাছের খানা বিক্রির সিদ্ধান্ত,পর্যটকদের সুবিধার্থে অন্ন ভোগের সিদ্ধান্ত এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মায়ের মন্দিরের রাস্তার ঠিক পূর্ব দিকে একটি পিকনিক স্পট গড়ে তোলারও সিদ্ধান্ত হয়েছে।ফলে রাজ্য সরকারের বাজেটে কসবেশ্বরী কালীমায়ের মন্দির প্রাঙ্গণকে ঢেলে সাজানোর লক্ষ্যে যে ১৭ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে তা কবে নাগাদ বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।উক্ত বৈঠকে এলাকার বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমাশাসক,অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক,বাজার সেক্রেটারি,সোসাইটির সম্পাদক ও সদস্য সহ অন্যান্যরা।