বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের তিন যুবতি মেয়ে সীমান্ত অতিক্রম করে ধরা খেল বিএসএফের হাতে।কমলাসাগর বিধানসভার হরিহরদোলা যে আন্তর্জাতিক নারী পাচারচক্রের মেইন করিডোর শনিবার তা আবারও প্রমাণ হয়ে গেল।মধুপুর থানাধীন হরিহরদোলা সীমান্ত এলাকা দিয়ে স্হানীয় দালাল চক্রের সাহায্যে প্রতিনিয়ত রোহিঙ্গা শরণার্থী কাঁটাতারের বেড়া পার করে ভারতের ভূখন্ডে চলে আসছে।পরে দালালচক্রের সাহায্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে বিভিন্ন কাজে যোগদান করে বসতি গড়ে তুলছে।অথচ এিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ কুম্ভনিদ্রায় আচ্ছন্ন।জানা গেছে ওই তিন যুবতী রোহিঙ্গা কয়েকদিন আগেই বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের একটি জায়গায় আশ্রয় নিয়েছিল দালালের সাহায্য।চারপাঁচ
দিন আগে কলমচৌড়া থানাধীন তাঁরকাটা বেড়ার একটি জায়গা দিয়ে বিএসএফের হাতে ধরা খেয়ে পুশব্যাক বের করা হয়েছিল বাংলাদেশের বিজিবির হাতে।এখন পুনরায় হরিহরদোলার দালাল চক্রের হাত ধরে গতকাল ভোররাতে তারকাটার বেড়া পেরিয়ে এপারে আসতেই ১৫০ নম্বর ব্যাটেলিয়ানের হরিহরদোলা বিওপির বিএসএফের হাতে ধরা পড়ে এই তিন যুবতী।শনিবার সকালে তাদের মেডিকেল চেকআপের পর মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশও ফরেনার্স অ্যাক্টে একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর MDP P.S Case No-36।এদিকে মধুপুর থানার ওসি জানান রোহিঙ্গা পাচার চক্রের সাথে কে কে জড়িত তাদের নামধাম ইতিমধ্যেই পুলিশের কাছে এসেছে তাই খুব শীঘ্রই তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে।