বক্সনগর সীমান্ত এলাকায় পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশী।জানা গেছে নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন(৪৫) বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা এলাকায়।খবর নিয়ে জানা গেছে রবিবার সকাল ৮টায় বাংলাদেশের বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এক চিনি পাচারকারী বিএসএফের সামনে পড়ে।তার মাথায় ছিল চিনির বস্তা।কর্তব্যরত বিএসএফ জওয়ান তাকে চিনির বস্তা ফেলে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।কিন্তু ওই বাংলাদেশী পাচারকারী বিএসএফের সেই নির্দেশকে অমান্য করে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সময় বিএসএফ তার ওপর গুলি করে। হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে সাধারন মানুষজন অনেকটা দূর থেকে প্রত্যক্ষ করে ভারতীয় ভূখণ্ডে পরে রয়েছে বাংলাদেশী পাচারকারীর নিথর দেহ।পরে কলমচৌড়া থানার পুলিশ ও বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি তুলে এনে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়।পরে ময়নাতদন্ত শেষে দুই দেশের আধিকারিকদের যৌথ বৈঠকের মধ্য দিয়ে মৃতদেহ বাংলাদেশের বিজিবির হাতে তুলে দেওয়া হবে বলে খবর।উল্লেখ্য গত ২ জুন জামতলা-কালিকৃষ্ণনগর ৫ নম্বর পিলার সীমান্তে চিনি পাচারকারীর একটি দল বিএসএফের এক জওয়ানকে মারধর করে রাইফেল এবং ওয়ারলেস সেট নিয়ে যায়।পরে স্থানীয় ইউপি সদস্য কাশেম মেম্বারের কাছে রাইফেল ও ওয়ারলেস সেট ফেরত দিলে বিজিবি’র কাছে তা হস্তান্তর করে এবং ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের এক ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তা ফিরিয়ে দেওয়া হয়েছিল।ফলে বক্সনগর সীমান্ত এলাকায় পাচারকারীদের দৌরাত্মে রীতিমতো দিশেহারা সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।