চুরি যাওয়া দুটি মোটর সাইকেল বাংলাদেশে পাচার করতে গিয়ে মধুপুর থানার পুলিশ আটক।ঘটনার বিবরণে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ রবিবার সন্ধ্যায় দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ির একটি রাবার বাগান এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর উপর দেখা যায় রাবার বাগানের শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে দুটি মোটরসাইকেল।মধুপুর থানা সাব ইন্সপেক্টর অনিমেষ পাল সহ পুলিশ দুটি বাইক উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে।দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানান TR01B9498 নম্বরের বাইকটি হচ্ছে হিরোহোন্ডা গ্ল্যামার,অন্যটি হিরো সুপার স্প্লেন্ডার যার ইঞ্জিন নম্বর MBLJA05D9S06371। মোটর সাইকেল দুটি এখন ১০২ ধারায় বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে বলে জানান এবং মালিকপক্ষ কোর্ট থেকে তাদের মোটর সাইকেলের কাগজপত্র দেখিয়ে বাড়ি নিয়ে যেতে পারবে বলেও জানিয়েছেন।তবে গতকালের ঘটনা থেকে আবারও প্রমাণিত হয়েছে চুরির বাইক বাংলাদেশে পাচারের প্রথম পছন্দের জায়গা হচ্ছে কমলাসাগরের সীমান্ত এলাকা।
































