বকেয়া পাওনার দাবিতে সোমবার বাবা ইটভাট্টার শ্রমিকরা রাস্তা অবরোধ করে হাসান হোসেনপাড়া মূল সড়কের উপর।গত একমাস ধরে তাদের কোন পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।এমনিতে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা ফলে আগামী ১৩ মে লোকসভা নির্বাচনে তাদের ভোট দেওয়ার কথা।কিন্তু বর্ষা প্রবেশের সাথে সাথে ইটভাট্টার কাজ বন্ধ হয়ে গেছে গত প্রায় একমাস হতে চলল।এখন তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার সাথে সাথেই তারা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বেশ কয়েকদিন ধরেই।গত ২ মে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ ইটভাট্টার কাছেও আসেনি।তাই শতাধিক শ্রমিক তাদের ছেলে মেয়ে ও পরিবার পরিজনদের নিয়ে ভেলুয়ারচর ইটভাট্টা থেকে পায়ে হেঁটে রওনা হয় রেলস্টেশনের উদ্দেশ্যে।কিন্তু দুর্গানগর হাসান হোসেন পাড়া এলাকায় পৌঁছতেই অনেকে অসুস্থতা বোধ করতে শুরু করে।ফলে তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে।খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।ফলে তারা মালিকপক্ষ ও ভাট্টার ম্যানেজারের সাথে কথা বলে দুদিনের মধ্যে বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতির পর অবরোধমুক্ত করে তারা।